একজন ভালো মানুষ চিনবো কিভাবে

আমাদের আশেপাশে নানান ধরনের মানুষ ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে আপনি কিভাবে চিনবেন একজন ভালো মানুষক।  নিম্নলিখিত বিষয়গুলো আপনাকে ভাল মানুষ চেনাতে সাহায্য করবে। 

১.একজন ভালো মানুষ সত্য এবং মিথ্যার মধ্যে থেকে সত্যের পক্ষে অবস্থান নেন। 

২.একজন ভালো মানুষ কখনো অন্যের বিরুদ্ধে কুৎসা রটান না। 

৩.একজন ভালো মানুষ কখনো কুটনাবি এবং পরনিন্দা করেন না। 

৪.একজন ভালো মানুষ কখনো মিষ্টি মিষ্টি কথা বলে অন্যের মন ভুলান না। 

৫.একজন ভালো মানুষ সবসময় স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করেন। 

৬.একজন ভালো মানুষ সব সময় অত্যন্ত বিনয়ী স্বভাবের হয়ে থাকেন। 

৭.একজন ভালো মনের মানুষ সভ্য এবং মার্জিত আচরণ করতে ভালোবাসেন। 

৮. একজন ভালো মনের মানুষ সব সময় সহনশীল পরোপকারী হয়ে থাকেন। 

৯.একজন ভালো মানুষ কখনো অহংকার করেন না এবং অন্যকে হেই প্রতিপন্ন করে কথা বলেন না কখনো। 

১০.একজন ভালো মানুষ অন্যের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে থাকেন। 

১১.একজন ভালো মনের মানুষ সকলকে খুশি রাখতে এবং অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে সবকিছু করার চেষ্টা করেন। 

১২.একজন ভালো মানষ বিপদে-আপদে নিঃশর্তভাবে অন্যের পাশে গিয়ে সব সময় দাঁড়ান। 

১৩.একজন ভালো মনের মানুষ কখনো অন্যের চাটুকারিতা এবং গোলামী করেন না। 

১৪.একজন ভালো মানুষ কখনো অন্যের উপকারের কথা।তাদেরকে তারা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। 

১৫.একজন ভালো মানুষ কেউ কিছু অর্জন করলে, তাদেরকে অভিবাদন জানাতে ভুল করেন না কখনো। 

১৬.একজন ভালো মানুষ কখনো অন্যের প্রতি বা অন্যের উপর কখনো ঈর্ষাণিত হন না। 

১৭.একজন ভালো মানুষ সব সময়ই নিজেকে লোভ লালসার ঊর্ধ্বে রাখেন। 

১৮.একজন ভালো মানুষ কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করেন না এবং তারা অনেক দয়ালু হয়ে থাকেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url