চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো
চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো
নারী-পুরুষ উভয়ের চুলের যত্নে শ্যাম্পু একটি অপরিহার্য পণ্য। শরীরের জন্য যেমন পুষ্টি উপাদান
প্রয়োজন হয় ঠিক তেমনি চুলের জন্য পুষ্টির প্রয়োজন রয়েছে। একটি ভালো মানের শ্যাম্পু চুলের যাবতীয়
পুষ্টি চাহিদা পূরণ করে চুল পড়া রোধে সাহায্য করে। প্রতিনিয়ত চুল পরিষ্কার করতে এবং চুল
স্বাস্থ্যজ্জল রাখতে একটি ভালো মানের শ্যাম্পুর কোন বিকল্প নেই।
শ্যাম্পু নির্বাচনের ক্ষেত্রে মাথার ত্বক অয়েলি নাকি ড্রাই সে বিষয়ের উপর নজর দিতে হবে। শীতের
রুক্ষতায় চুলের জন্য ব্যবহার করতে হবে অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু। আবার গরম কালে চুলের তেল
চিটচিটে ভাব এড়াতে sodium loreal sulphate উপাদান সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করা উত্তম। চুল পড়া
রোধে কোন শ্যাম্পু ভালো এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো
চুল যদি শুষ্ক, রুক্ষ এবং ফ্রিজি হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন হিমালয়া হার্বালস ড্যামেজ
রিপেয়ার প্রোটিন শ্যাম্পু টি। যেসব নারীদের চুল প্রচুর পরিমাণে জট পাকিয়ে থাকে এবং চুল আঁচড়াতে গেলে
মাত্রাতিরিক্ত হেয়ার ফল হয় তাদের জন্য এই শ্যাম্পুটি খুব ভালো কাজ করে। হিমালয়া হার্বালস ড্যামেজ
রিপেয়ার প্রোটিন শ্যাম্পু ২০০ এম.এল এর বর্তমান বাজার মূল্য ১৩০ টাকা।
যাদের মাথার ত্বক অয়েলি এবং চুলের গোড়া একদমই মজবুত নয় তারা ব্যবহার করতে পারেন লরিয়াল
প্যারিস ফল রিপেয়ার অ্যান্টি হেয়ার-ফল শ্যাম্পু। বর্তমানে এই শ্যাম্পুটির বাজার মূল্য ২৬৫ টাকা।
শ্যাম্পুটি হেয়ার ফাইবার সঠিকভাবে গঠন করে এবং চুলের গোড়া মজবুত করতে খুব দ্রুত কাজ করে।
চুল পড়া বন্ধ করার শ্যাম্পু
যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে তাদেরকে অবশ্যই ভালো anti hair fall শ্যাম্পু ব্যবহার করতে হয়। নিচে
কয়েকটি এন্টি হেয়ারফল শ্যাম্পু এবং চুল গজানোর শ্যাম্পুর নাম সাজেস্ট করা হলো:
১) ট্রেসিমি হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু
ট্রেসিমি ব্রান্ডের এই শ্যাম্পুটে কেরাটিন ট্রিটমেন্ট এর মত কাজ করে থাকে। চুল অতিরিক্ত শুষ্ক হয়েছে
এবং আয়রনিক করতে চাচ্ছেন, তাদের জন্য এই শ্যাম্পুটি খুবই ভালো। খুব দ্রুত চুল পড়া কমাতে এবং চুল
ইতোমধ্যে যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তা থেকে রক্ষা করতে ট্রেসিমি হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু খুব
দ্রুত কাজ করে। বর্তমানে ট্রেসিমি ব্রান্ডের ৩৪০ এম.এল শ্যাম্পুটির বাজার মূল্য ২১৬ টাকা।
২) বায়োটিক বায়ো ক্যাল্প প্রোটিন শ্যাম্পু ফর ফলিং হেয়ার
যারা ভেষজ শ্যাম্পুর নাম এবং বাজারের সেরা হারবাল শ্যাম্পু সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে
বায়োটিক বায়ো ক্যাল্প প্রোটিন শ্যাম্পু ফর ফলিং হেয়ার। পিওর কেল্প, ন্যাচারাল প্রোটিন, পিপারমেন্ট
অয়েল এবং পুদিনা পাতা দিয়ে তৈরি হয়েছে শ্যাম্পুটি যাও খুব দ্রুত আপনার চুল পড়া রোধে সাহায্য করবে।
মাথার ত্বককে ক্লিনজিংয়ে এর সাহায্য করার পাশাপাশি চুল উজ্জ্বল করার জন্য শ্যাম্পুটি খুবই ভালো।
বর্তমান বাজারে বায়োটিক বায়ো ক্যাল্প প্রোটিন শ্যাম্পু ফর ফলিং হেয়ার 180 ml এর দাম মাত্র ১৫৫
টাকা।
৩) প্যানটিন অ্যাডভান্সড হেয়ার ফল সলিউশন হেয়ারফল কন্ট্রোল শ্যাম্পু
চুল পড়া বন্ধের প্যানটিন ব্রান্ডের সবচেয়ে বিশ্বস্ত শ্যাম্পুর নাম হলো প্যানটিন অ্যাডভান্সড হেয়ার
ফল সলিউশন হেয়ারফল কন্ট্রোল শ্যাম্পু। সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পুটি ব্যবহার করলে খুব দ্রুত
চুল পড়া সমস্যা সমাধান পাওয়া যায়। বর্তমান বাজারে প্যানটিন অ্যাডভান্সড হেয়ার ফল সলিউশন
হেয়ারফল কন্ট্রোল শ্যাম্পু 160 ml এর দাম হলো ২২০ টাকা।
৪) দ্য মমস কো ন্যাচারাল প্রোটিন শ্যাম্পু
ভালো মানের শ্যাম্পু এবং হারবাল শ্যাম্পুর নাম বলতে গেলে প্রথমেই আসে দ্য মমস কো ন্যাচারাল
প্রোটিন শ্যাম্পুর নামটি। যারা প্রেগনেন্সির কারণে চুল পড়া সহ অন্যান্য চুলের সমস্যায় ভুগছেন তাদের
জন্য এই শ্যাম্পুটি চমৎকার কাজ করবে। বর্তমান বাজারে দ্য মমস কো ন্যাচারাল প্রোটিন শ্যাম্পু ২০০
এম. এল এর দাম ৪২০ টাকা।
ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো
ছেলেদের চুলের সমস্যা সমাধানে বাজারে ইতোমধ্যে বিভিন্ন ধরনের শ্যাম্পু এসেছে। এর মধ্যে ছেলেদের
চুলের জন্য সবচেয়ে ভালো শ্যাম্পু গুলো হল:
Head & Shoulders Men Full & Thick Advanced Thickening Tonic
ছেলেদের চুল বৃদ্ধির জন্য, চুল পড়া কমাতে, খুশকি কমাতে, চুলের স্কাল্প এর স্বাস্থ্য উন্নত করতে
Head & Shoulders Men Full & Thick Advanced Thickening Tonic শ্যাম্পুটি খুব ভালো কাজ করবে।
বর্তমানে শ্যাম্পুটির বাজার মূল্য ৩৪০ এম এল এর দাম ৮৯২ টাকা।
L’Oreal Paris Men Expert Vita Lift Thickening shampoo
চুল গোড়া থেকে মজবুত করার জন্য, চুলের ইতোমধ্যে যে ক্ষতি হয়েছে তা মোকাবেলা করার জন্য L’Oreal
Paris Men Expert Vita Lift Thickening শ্যাম্পুটি বেশ ভালো কাজ করে। তাছাড়া এটি একটি পাতলা চুলের
জন্য শ্যাম্পু, যা খুব দ্রুত চুল ঘন করতে সাহায্য করে। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করলে কয়েক
সপ্তাহের মধ্যেই চুলের যাবতীয় সমস্যা সমাধান হবে বলে আশা করা যায়।
মেয়েদের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো
মেয়েদের জন্য বাজারে অনেক ব্রান্ডের চুল গজানোর শ্যাম্পু রয়েছে। চুল মসৃণ করতে, লম্বা করতে সাহায্য
করে এমন কিছু শ্যাম্পুর নাম নিচে তুলে ধরা হলো:
১) Sunsilk থিক এন্ড লং শ্যাম্পু
সানসিল্ক ব্রান্ডের এই শ্যাম্পুটি চুলকে শাইনি, মজবুত সফট এবং মসৃণ করে তোলে। শ্যাম্পুটি কয়েক মাস
ব্যবহারে আপনার চুল পড়া সম্ভাবনা একেবারেই কমে আসে। চুলের জন্য যারা ভালো যেহেতু ভালো মানের
শ্যাম্পুর প্রয়োজন রয়েছে তাই নির্দ্বিধায় এই শ্যাম্পুটি ক্রয় করতে পারেন।
২) CLINIC PLUS স্ট্রং এন্ড লং হেয়ার শ্যাম্পু
CLINIC PLUS ব্রান্ডের এই সম্পর্কটি ড্যামেজ হেয়ার রিপেয়ার করতে সাহায্য করে। চুলের আগা ফাটা,
চুলের স্বাস্থ্য ভালো করতে, মাথার ত্বকের খুশকি দূর করতে, চুলের ড্রাইনেস কমাতে এই শ্যাম্পু টির
জুড়ি মেলা ভার।
৩) Vatika হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু
ভাটিকা ব্র্যান্ডের এই শ্যাম্পুটি শুধুমাত্র চুল পড়া রোধ করার জন্যই তৈরি করা হয়েছে। চুল পড়া কমাতে
শ্যামপুটি শতভাগ কাজ করে।
রুক্ষ চুলের জন্য কোন শ্যাম্পু ভালো
চুল দীর্ঘদিন ধরে রুক্ষ এবং শুষ্ক হয়ে থাকলে একটি ভালো মানের শ্যাম্পু অবশ্যই বাছাই করে ব্যবহার
করতে হবে। নিচে কিছু রুক্ষ চুলের জন্য ভালো শ্যাম্পুর নাম সাজেস্ট করা হলো:
● Herbal Essences Hello Hydration Shampoo,
● TRESemmé Shampoo Keratin Smooth,
● OGX Coconut Milk Shampoo,
● Skin Cafe Banana Shampoo with Egg Protein।
উপরিউক্ত শ্যাম্পু গুলো নারী-পুরুষ উভয়ই ব্যবহার করতে পারেন। আশা করছি, উপরিউক্ত শ্যাম্পু গুলো
থেকে আপনার পছন্দের একটি শ্যাম্পু বাছাই করে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই চুলের রুক্ষ ভাব দূর
হবে।
চুল না পড়ার শ্যাম্পু
চুল পড়া রোধে কাজ করে এমন কিছু শ্যাম্পু রয়েছে যা বাজারে খুব জনপ্রিয়তা অর্জন করেছে। নিচে কিছু চুল
না পড়ার শ্যাম্পুর নাম উল্লেখ করা হলো:
● Dove Shampoo Nourishing Oil Care (১৭০ এম এল এর মূল্য ১৮০ টাকা),
● Neutrogena T/Gel Therapeutic Shampoo (২৫০ml এর মূল্য ২৯০০ টাকা),
● Clinic Plus Shampoo Strong and Long (৩৪০ এম. এল এর দাম ৩৭০ টাকা)
উপসংহার
প্রিয় পাঠক বৃন্দ, আজকের এই আর্টিকেল জুড়ে আমরা চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো এ নিয়ে
বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন আশা করি তাদের জন্য আজকের
আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হবে। আপনার পছন্দের শ্যাম্পু নিয়ে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই
আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। এবং সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য
ধন্যবাদ।