এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয়

 

প্রিয় পাঠক আপনি কি এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় এই ব্যাপারে জানতে চাচ্ছেন তাহলে সঠিক জায়গায় এসেছেন , শুরু হয়ে গেছে এশিয়ার বিশ্বকাপ খ্যাত ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ , আজ আমরা আলোচনা করতে চলেছি এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে , সুতরাং আপনি যদি না জেনে থাকেনএশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় কোথায় এই বিষয়গুলো সম্বন্ধে , তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য
এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ভেন্যু
এশিয়ার বিশ্বকাপ বলে পরিচিত এই ক্রিকেট টুর্নামেন্টটি এবার ওয়ানডে ফরমেটে হতে যাচ্ছে , ২০২৩ সালের এশিয়া কাপ টি আগস্ট মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে ,এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় এই বিষয়গুলি সম্বন্ধে আজকে আমরা জানবো , প্রথমেই সূচিপত্রে আমরা বেশ কিছু প্রশ্নের মধ্যে যেটি আপনি পড়তে চান সেটা ক্লিক করলেই সরাসরি আপনার স্ক্রিনের সামনে উত্তরটি দেখতে পাবেন ।

পোস্ট সূচিপত্রঃ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয়

ভূমিকা

প্রিয় বন্ধুগণ আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় ইত্যাদি বিষয়গুলো , এশিয়া কাপকে ঘিরে আমরা বাঙ্গালীদের উন্মাদনার শেষ থাকেনা , অনেক আশা এবং প্রত্যাশা জড়িয়ে থাকে এশিয়া কাপে ঘিরে , কারণ এই এশিয়া কাপ ফাইনাল থেকে আমাদের বাংলাদেশ দলকে দুইবার খালি হাতে ফিরতে হয়েছে , তারপর থেকে এশিয়া কাপকে ঘিরে বাঙ্গালীদের প্রত্যাশা দ্বিগুণ হয়ে গেছে .

আজ আমরা আলোচনা করতে চলেছি এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় , এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে , আপনি যদি না জেনে থাকেন উপরোক্ত বিষয় গুলি সম্বন্ধে তাহলে আজকের পোস্টটি না টেনে মনোযোগ সহকারে পড়ুন , চলুন তাহলে জেনে নেওয়া যায় এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ভেন্যু ইত্যাদি বিষয়গুলো ।
প্রিয় বন্ধুগণ এই পোস্ট টি লিখেছেন জনপ্রিয় ব্লগার G Tek BD

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ভেন্যু

প্রিয় পাঠক এশিয়া মহাদেশের বিশ্বকাপ হিসেবে পরিচিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়ে গেছে , ২০২৩ সালের ৩০ শে আগস্ট পাকিস্তান বনাম নেপাল এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে , পাকিস্তানে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ , এবং বাকি পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় ।
নিচে দেওয়া হল এশিয়া কাপ ২০২৩ সময়সূচি এর তালিকা
গ্রুপ ১ < ভারত , পাকিস্তান , নেপাল
গ্রুপ ২ < বাংলাদেশ , শ্রীলংকা , আফগানিস্তান
গ্রুপ পর্ব , দ্বিতীয় রাউন্ড , ফাইনাল

এশিয়া কাপ কত সালে চালু হয়

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এশিয়া কাপ , এবারের এশিয়া কাপ টি অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে ফরমেটে। এশিয়া কাপ হচ্ছে ছেলেদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ১৯৮৩ সালে এটি চালু হয় , এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বিশ্বব্যাপী পরিচিতি এবং সুনাম অর্জনের লক্ষ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্টটি প্রতিষ্ঠা করে , এই টুর্নামেন্টটি প্রত্যেক দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় ।
১৯৮৪ সালে এই টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে , এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটি পাকিস্তান বনাম শ্রীলংকার সাথে হয়েছিল , এবং এশিয়া কাপের প্রথম টুর্নামেন্টে জিতে নেয় ভারত। দ্বিতীয় অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায় ভারত সেই টুর্নামেন্ট বর্জন করেছিল , প্রথমবারের মতো সেই টুর্নামেন্ট এ যোগ দিয়েছিল বাংলাদেশ , দ্বিতীয় আসর টির বিজয়ী হয় শ্রীলংকা ।

এশিয়া কাপ ২০২৩ স্কোয়াড

শুরু হয়ে গেছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ ২০২৩ , আগস্ট মাসের ৩০ তারিখ পাকিস্তান বনাম নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্টটি ,
নিচে এশিয়া কাপ ২০২৩ স্কোয়াড প্রত্যেকটি দলের দেওয়া হল
বাংলাদেশ স্কোয়াড
শাকিব আল হাসান [ অধিনায়ক] , লিটন কুমার দাস [ সহকারী অধিনায়ক] , মুশফিকুর রহিম , আফিফ হোসেন ধ্রুব , তাসকিন আহমেদ , তৌহিদ হৃদয় , নাজমুল হোসেন শান্ত , মেহেদী হাসান মিরাজ , মাহমুদুল হাসান , মোস্তাফিজুর রহমান , এবাদত হোসেন চৌধুরী , শরিফুল ইসলাম , মাসুম আহমেদ , শামীম হোসেন পাটোয়ারী , আবুল ইসলাম , নাঈম শেখ , তানজিদ আহসান তামিম
ভারত স্কোয়াড
রোহিত শর্মা [ অধিনায়ক ] , বিরাট কোহলি , শ্রেয়াস আইয়ার , কে এল রাহুল, সানজু স্যামসাং , শুভমন গিল , ঈশান কিশান , হার্দিক পান্ডিয়া , রবীন্দ্র জাদেজা , অক্ষর প্যাটেল , জুজবেন্দ্র চাহাল , কুলদীপ যাদব , জাসপ্রিত ভুমরা , মোহাম্মদ শামী , মোহাম্মদ সিরাজ
পাকিস্তান স্কোয়াড
বাবর আজম [ অধিনায়ক ] , মোঃ রিজওয়ান , আব্দুল্লাহ শফিক , ফখর জামান , ইমামুল হক , সালমান আলী , ইফতেখার আহমেদ , তৈয়ব তাহির , শাকিল , মোহাম্মদ হারিস , শাদাব খান , মোহাম্মদ নওয়াজ , উসামা মীর , ফাহিম আশরাফ , হারিস রউফ , মোহাম্মদ ওয়াসিম , নাসিম শাহ , শাহিন শাহ আফ্রিদি
শ্রীলংকা স্কোয়াড
দাসুন শানাকা [ অধিনায়ক ] , পাথুম নিশানাকা , দ্বিমু্থ করুনার , কুশল পেরেরা , কুসল মেন্ডিস , চরিত আশা লঙ্কা , শাদিরা সামরাবি ক্রমা, ধনঞ্জয় ডিশিলভা , দাশুন হেমন্ত , দুনিথ অয়েল্লালাগে , মহেশথিক্সানা , প্রমোদ মাদুসান , কাসন রাজিতা , বিনোরা ফার্নান্ডো , মাথিসা পাথিরানা
আফগানিস্তান স্কোয়াড
হাসমত উল্লাহ শাহীদী [ অধিনায়ক ] রহমানুল্লা গুরবাজ , ইব্রাহিম জাদরান , রিয়াজ হাসান , রহমত শাহ , নাজিবুল্লাহ জাদরান , মোঃ নবী , ইকরাম আলী খিল , রশিদ খান , গুলবাতির নায়েব , করিম জানাত , আব্দুল রহমান , শরফুদ্দিন আশরাফ , মুজিবুর রহমান , নূর আহমেদ , সুলেমান শাফি , ফজল হক ফারুকী
নেপাল স্কোয়াড
রোহিত পাউডেল [ অধিনায়ক ], কুশল ভুটেল , অসীম শেখ , ভীম সরকি , কুশল মাল্লা , আরিফ শেখ , দীপেন্দ্র সিং আইরি , গুলশান ঝা , সোমপাল কামি , করণ কেসি , সন্দ্বীপ লামিছানে , ললিত রাজবংশী , প্রতিষ যীশী , মৌসম ধাকাল , সন্দীপ জোড়া , কিশোর মাহাতো , অর্জুন শোদ

এশিয়া কাপ চ্যাম্পিয়ন তালিকা

নিচে দেওয়া হল এশিয়া কাপের প্রত্যেক আসরের চ্যাম্পিয়ন এর তালিকা ।
১৯৮৪ < ভারত
১৯৮৬ < শ্রীলংকা
১৯৮৮ > ভারত
১৯৯০-৯১ < ভারত
১৯৯৫ > ভারত
১৯৯৭ < শ্রীলংকা
২০০০ < পাকিস্তান
২০০৪ < শ্রীলংকা
২০০৮ < শ্রীলংকা
২০১০ < ভারত
২০১২ < পাকিস্তান
২০১৪ < শ্রীলংকা
২০১৬ < ভারত
২০১৮ < ভারত
২০২২ < শ্রীলংকা

বাংলাদেশ এশিয়া কাপ কতবার জিতেছে

আমাদের বাঙালির উন্মাদনা বলুন ভালোবাসা বলুন আর যাই বলুন না কেন সবটুকুই ওই ক্রিকেটকে ঘিরে , বাঙালির প্রাণের খেলা ক্রিকেট , বাংলাদেশ দল যেমন ই খেলুক না কেন , এশিয়া কাপ টুর্নামেন্টের সময় বাঙালিদের প্রত্যাশা থাকে আকাশচুম্বি , থাকবে বা না কেন বাংলাদেশ ক্রিকেট দল ৩ বার এশিয়া কাপের খুব কাছে গিয়েও ঘুরে এসেছে ,
অনেক ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে গোটা ক্রিকেট বিশ্ব যেটার সাক্ষী , প্রথমবার ২০১২ সালে ফাইনালে গিয়েও মাত্র এক রানের জন্য পাকিস্তান এর কাছে পরাজয় , দ্বিতীয়বার ২০১৬ সালে ভারত এর বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ফাইনাল হার , তৃতীয়বার ২০১৮ সালে আবারো সেই ভারতের কাছে বাংলাদেশের পরাজয় ফাইনালে গিয়ে ।

লেখক এর মতামত

প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি এশিয়া মহাদেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা , বিশেষ করে ক্রিকেটকে ঘিরে আমাদের বাঙালির উন্মাদনার শেষ নেই , আর সেটা যদি হয় এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট তাহলে তো কথাই নাই , আজ আমরা উপরের আর্টিকেলটিতে এশিয়া কাপ ২০২৩ সময়সূচি - এশিয়া কাপ কত সালে চালু হয় , ইত্যাদি আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি ,
আপনি যদি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ সম্বন্ধে কিছুই না জেনে থাকেন , তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন আশা করছি এশিয়া কাপ সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন নিয়মিত এরকম পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url