ওজন কমানোর সহজ উপায় - ওজন কমানোর খাবার তালিকা

ওজন কমানোর সহজ উপায় - ওজন কমানোর খাবার তালিকা প্রিয় পাঠক আপনি কি এই বিষয়ে জানতে চাচ্ছেন , তাহলে সঠিক জায়গায় এসেছেন , আজ আমরা বিস্তারিত আলোচনা করব ওজন কমানোর সহজ উপায় - ওজন কমানোর খাবার তালিকা ওজন কমানোর সহজ ব্যায়াম , সুতরাং আপনি যদি না জেনে থাকেন , ওজন কমানোর কিছু সহজ পদ্ধতি সম্বন্ধে , তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য , চলুন তাহলে জেনে নেওয়া যাক ওজন কমানোর সহজ উপায় - ওজন কমানোর খাবার তালিকা সম্বন্ধে বিস্তারিত ।
ওজন কমানোর সহজ উপায় - ওজন কমানোর খাবার তালিকা
অতিরিক্ত চর্বি এবং ক্যালরিযুক্ত খাবার , এবং জাঙ্ক ফুড খাবার কারণে আমাদের শরীরে অতিরিক্ত ওজন  এর সৃষ্টি হয় ,  যেটা আমাদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটায় , আজ আমরা আলোচনা করব ওজন কমানোর সহজ উপায় - ওজন কমানোর খাবার তালিকা ,

ভূমিকা

স্বাস্থ্য সকল সুখের মূল , শরীরে অতিরিক্ত ওজন কারোই কাম্য নয় , আমাদের মধ্যে অনেকেই আছে যারা , বিভিন্ন উপায় অবলম্বন করেও শরীর ফিট রাখতে পারছি না , শরীর ফিট রাখা প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ , আজ আমরা আজকের আর্টিকেলটি থেকে জানতে পারব ওজন কমানোর সহজ উপায় - ওজন কমানোর খাবার তালিকা এবং ওজন কমানোর সহজ ব্যায়াম এর ব্যাপারে , 
আপনি যদি সহজ কিছু ঘরোয়া পদ্ধতিতে ওজন কমাতে চান , তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন , চলুন তাহলে জেনে নেওয়া যাক ওজন কমানোর সহজ উপায় - ওজন কমানোর খাবার তালিকা গুলো।
ওজন কমানোর সহজ উপায় - ওজন কমানোর খাবার তালিকা

ওজন কমানোর সহজ উপায়

ওজন কমানো খুব একটা কঠিন কাজ নয় , ওজন কমানোর সহজ কিছু ঘরোয়া পদ্ধতি নিচে তুলে ধরা হলো ।
  • খাবার তালিকা <<< ওজন কমানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে , সেটি হচ্ছে আপনার খাবার তালিকা , ওজন কমাতে হলে আপনাকে সর্বপ্রথম খাবারের তালিকাটি ঠিক করতে হবে কখন এবং কোন সময় খাবেন ।
  • লেবু বা কমলা <<< প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে কমলা বা লেবুর রস এ , কমলা বা লেবুর রস এ এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে , আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে লেবু পানি পান করার অভ্যাস করেন তাহলে এটি আপনার ওজন কমাতে দ্রুত সাহায্য করবে ।
  • গ্রিন টি <<< গ্রিন টি ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে , গ্রিন টি এ রয়েছে প্রাকৃতিক আন্টি এক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরকে কার্সিনোজেন থেকে রক্ষা করে , এবং এটি শরীরের চর্বি গলাতে সাহায্য করে ।
  • চকলেট <<< চিনি ছাড়া চকলেট পরিমাণ মতো খাওয়া হলে সেটি স্বাস্থ্য বা ওজন কমাতে সাহায্য করে , চকলেটে থাকা কোকো শেরটনিনের উৎপাদন বৃদ্ধি করে এবং কোকো তে রয়েছে প্রাকৃতিক এন্টি অক্সিডেন্ট যেটা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
  • পর্যাপ্ত পানি পান <<< আপনি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন , পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের হয়ে যায় , যেটা আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে ।
  • খাবার পূর্বে পানি পান <<< খাবার আগে অবশ্যই এক গ্লাস পানি পান করুন সেটা আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখবে , এবং খাওয়ার আগে পানি পান করলে শরীর ভালো থাকবে এবং ওজন বৃদ্ধি হতে বিরত রাখবে ।
  • প্রতিদিন ৮ ঘণ্টা ঘুম >>> প্রতিদিন নিয়মিত ৮ ঘণ্টা ঘুম প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের জন্য অত্যন্ত জরুরী তাই নিয়মিত প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান , এর বেশি ঘুমালে শরীরের ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ।
  • রাতের খাবার দ্রুত খান >>> আমরা অনেক সময় রাতের খাবার খেয়েই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি ,, খাবার খেয়ে ঘুমিয়ে পড়া এটা আপনার শরীরের ওজন বাড়াতে সাহায্য করে , সেটা করা হতে বিরত থাকুন , রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিন ।
  • চিনি কম খান <<< চিনিতে প্রচুর পরিমাণে ক্যালরি থাকে আর শরীরে অতিরিক্ত ক্যালরির পরিমাণ হয়ে গেলে সেটা শরীরের ওজন বাড়াতে সাহায্য করে , তাই চিনি খাওয়া হবে বিরত থাকুন ।
  • নিয়মিত ব্যায়াম করুন <<< ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম করার বিকল্প নেই , আপনি প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করুন , যেমন ধরুন আপনি প্রতিদিন সকালে কার্ডিও ব্যায়াম করুন ৩০ মিনিট হাঁটুন , সাইক্লিং করুন , জগিং করুন এই ব্যায়ামগুলো আপনার শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করবে ।

ওজন কমানোর খাবার তালিকা

শরীরের ওজন নিয়ে আমরা অনেকেই টেনশনে থাকি , অতিরিক্ত ওজন শরীরের নানান রকম সমস্যার সৃষ্টি করে , দ্রুত এবং স্বাস্থ্যসম্মত ভাবে ওজন কমানোর খাবার তালিকা নিচে দেওয়া হল ।
  • সকালে লেবু পানি পান করুন <<< সকালে ঘুম থেকে উঠে খালি পেটে লেবু পানি পান করুন , লেবু পানি পান করার ফলে শরীরের বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যায় , এটা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী , এবং শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে ।
  • সকালের নাস্তা <<< সকালের নাস্তায় আপনি ডিম খান , ডিমে ভিটামিন প্রোটিন এবং মিনারেল রয়েছে , ডিম পুষ্টির পাশাপাশি ওজন কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে , সেদ্ধ করা সবজি খান , সেদ্ধ করা সবজি খেলে শরীরের অতিরিক্ত চর্বি ঝরে যায় এবং শরীরের ওজন কমাতে সাহায্য করে ।
  • গ্রিন টি খান <<< অতিরিক্ত ওজন কমাতে গ্রিন টি খুব ভালো একটি উপায় , আপনি খাবার এক ঘণ্টা আগে যদি গ্রিন টি পান করেন , তাহলে এটি আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করবে এবং আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করবে ।
  • দুপুরে সালাদ খান <<< ওজন কমানোর জন্য আপনি দুপুরের খাবারে মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন , দুপুরে সালাদ খাওয়ার চেষ্টা করুন , যেমন সবুজ সালাদ পালং শাক  , শসা , বাঁধাকপি , সবুজ শাক , গাজর , মুলা , টমেটো , ইত্যাদি জাতীয় খাবার , এই খাবার গুলো শরীরের ফাইবারের ঘাটতি পূরণ করতে সাহায্য করে , নিয়মিত সালাত খেলে শরীরের ওজন কমবে এবং হজম শক্তির উন্নতি হতে সাহায্য করবে ।
  • রাতের খাবার <<< আপনি রাতে ক্যালরি যুক্ত খাবার এড়িয়ে চলুন , বিভিন্ন রকম সালাদ খেতে পারেন , বা শাকসবজি খেতে পারেন , এবং রাতের খাবারে মুরগি খেতে পারেন , মুরগির মাংসে প্রচুর প্রোটিন থাকায় সেটা আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে ।

ওজন কমানোর সহজ ব্যায়াম

ওজন কমানোর জন্য ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ , সহজ কিছু ব্যায়াম এর মাধ্যমে শরীরের ওজন দ্রুতই কমিয়ে ফেলা সম্ভব , নিচে ওজন কমানোর সহজ ব্যায়াম এর উদাহরণ দেওয়া হল ।
  • সাইক্লিং করুন <<< ওজন কমানোর জন্য দুর্দান্ত একটি উপায় হচ্ছে সাইক্লিং করা , প্রতিদিন আপনি যদি এক ঘন্টা সাইক্লিং করেন তাহলে আপনার শরীরে ৫০০ থেকে ৭০০ ক্যালোরি ক্ষয় হবে , যেটি ওজন কমাতে সাহায্য করবে
  • সাঁতার কাটুন <<< ওজন কমানোর জন্য আপনি নিয়মিত সাঁতার কাটুন , নিয়মিত সাঁতারের মাধ্যমে শরীরের বিভিন্ন জয়েন্ট শক্তিশালী হয় , গবেষণায় দেখা গেছে সাঁতার কাটলে হৃদরোগ , স্ট্রোক , ডায়াবেটিস , ইত্যাদি সহ আরো বেশ কিছু রোগের ঝুঁকি কমে যায় এবং শরীরে মেদ কমাতে সাহায্য করে ।
  • নিয়মিত হাঁটুন <<< শরীরের অতিরিক্ত ওজন কমাতে নিয়মিত হাটুন , নিয়মিত হাঁটলে আমাদের শরীর নানাভাবে উপকৃত হয় , বিশেষজ্ঞদের মতে আপনি নিয়মিত প্রতিদিন সকালে আধাঘন্টা এবং বিকালে আধা ঘন্টা হাটুন , এটি আপনার শরীরের ওজন কমাতে দ্রুত সাহায্য করবে ।
  • দড়ি লাফ দিন <<< ওজন কমাতে দড়ি লাফ কার্যকর একটি ভূমিকা পালন করে , দড়ি লাফের কারণে শরীরের দ্রুত ক্যালোরি ক্ষয় করে , যেটা শরীরের অতিরিক্ত ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
  • নিয়মিত জগিং করুন >>> দ্রুত ওজন কমাতে আপনি নিয়মিত হাঁটার পাশাপাশি জগিং করুন, নিয়মিত জগিং আপনার শরীরের অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে , এবং ওজন কমাতে সাহায্য করে ।
  • সিঁড়ি বেয়ে উঠুন <<< শরীরের ওজন কমাতে নিয়মিত সিঁড়ি দিয়ে উঠানামা করা সহজ একটি পদ্ধতি । সিঁড়ি দিয়ে নিয়মিত উঠানামা করলে শরীরের কোলেস্টেরলের পরিমাণ বাড়ে , এবং শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে

লেখক এর মতামত

পরিশেষে বলতে গেলে ওজন কমানোর সহজ উপায় - ওজন কমানোর খাবার তালিকা এবং ওজন কমানোর সহজ ব্যায়াম এই ব্যাপারগুলি সম্বন্ধে আপনি বিস্তারিত ধারণা পেয়ে গেছেন , আশা করছি এই আর্টিকেলটি ঠিকমতো অনুসরণ করলে আপনি ঘরোয়া এবং প্রাকৃতিক কিছু পদ্ধতিতে দ্রুত ওজন কমাতে সক্ষম হবেন , নিয়মিত এইরকম স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url