৫০ টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি - শিক্ষামূলক ইসলামিক উক্তি

৫০ টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি প্রিয় পাঠক আপনি এই বিষয়গুলো সম্বন্ধে জানতে চান , আপনি যদি ইসলামিক উক্তিগুলো জানতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন , কেননা আজ আমরা আলোচনা করতে চলেছি ৫০ টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি বিষয়গুলো নিয়ে , জীবনে চলার পথে ইসলামিক এই উক্তিগুলো আপনাকে হেদায়েতের দিকে নিয়ে যাবে চলুন তাহলে জেনে নেওয়া যাক ৫০ টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি গুলো সম্বন্ধে ।
৫০ টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি
মহান আল্লাহ রাব্বুল আলামীন মানুষ জাতিকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য , বর্তমানে আমরা দুনিয়া এবং সমাজ নিয়েই পড়ে থাকি , ইসলামিক জ্ঞান আমাদের মধ্যে থাকলে ইহকালীন এবং পরকালীন উভয়ের জন্যই কল্যাণকর হবে চলুন তাহলে দেরি না করে জেনে নেই ৫০ টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি গুলো ।

ভূমিকা

প্রিয় বন্ধুগণ বর্তমানে আমাদের সমাজ নানান অপকর্মে জর্জ্যরিত , ইসলামিক চিন্তা এবং ইসলামিক জ্ঞান বর্তমান সমাজে নাই বললেই চলে , আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ৫০ টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি , শিক্ষামূলক ইসলামিক উক্তি , সত্য নিয়ে ইসলামিক উক্তি ইত্যাদি বিষয়গুলো সম্বন্ধে , আপনি যদি ৫০ টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি সম্বন্ধে জানতে চান তাহলে আজকের পোস্টটি না টেনে মনোযোগ সহকারে পড়ুন ,

৫০ টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি

ইসলামিক উক্তি অথবা বাণী সম্পর্কে জানা প্রতিটি মুসলমান ভাই বোনদের জন্য জানা অত্যন্ত জরুরী , চলুন তাহলে সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি গুলো জেনে নেওয়া যাক ।
১। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ই রাখেন , সেজন্য আপনি তার কাছেই পানাহ চান প্রার্থনা করুন
ডঃ বিলাল ফিলিপ্স
২। যে হৃদয় আল্লাহ রাব্বুল আলামীনের জন্য স্পন্দিত হয় , সে হৃদয় দুনিয়ার জন্য স্পন্দিত হৃদয়ের মধ্যে অপরিচিত
৩। পৃথিবীতে যখন আপনাকে কেউ বুঝতে চেষ্টা করবে না , এতোটুকু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে বোঝেন ।
ডঃ বিলাল ফিলিপ্স
৪। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই , তারপর আমি সেই মানুষকে সবচেয়ে বেশি ভয় পাই যে মোটেই আল্লাহকে ভয় পাই না ।
শেখ সাদী
৫। কেউ আপনার থেকে দূরে চলে গেলে আপনি চিন্তিত বা রাগান্বিত হবেন না , কারণ এটা আল্লাহ রাব্বুল আলামীনের পরিকল্পনা ছিল
ডঃ বিলাল ফিলিপ্স
৬। আজ আপনি যার সাথে পরকীয়ায় বা হারাম সম্পর্কে লিপ্ত আছেন , কিয়ামতের ময়দানে সে ই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ।
ডঃ বিলাল ফিলিপ্স
৭। দুইটি নেয়ামত আছে অধিকাংশ মানুষ যেই দুটিতে ক্ষতিগ্রস্ত , একটি হচ্ছে সুস্থতা আরেকটি হচ্ছে অবসর
হযরত মুহাম্মদ { সাঃ}
৮। রমজান মাস এবং রোজা মানুষকে আখেরাত মুখী করে তোলে
আল হাদিস
৯। রমজান মাসের এবং রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামীন নিজ হাতে প্রদান করবেন
আল হাদিস
১০। রমজান মাসে সেহরি করার পর থেকে ইফতার পর্যন্ত , রোজাদার ব্যক্তিদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন ।
আল হাদিস
১১। ওই ব্যক্তি মুমিন নয় , যে মজা নিয়ে এবং তৃপ্তি সহকারে আহার করে , অথচ তার আশেপাশের প্রতিবেশী অনাহারে থাকে ।
আল হাদিস
১২। কৃপণতা দূর কর , না হলে তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত এবং অপমানিত হবে এবং অন্য মানুষজন তোমাকে ঘৃণা করবে ।
হযরত আলী:{ রাঃ}
১৩। মাতা পিতাকে কষ্ট দেবে না , মাতা পিতা যদি তোমাকে তাদের সন্তান-সন্ততি ও বিষয় সম্পদ থেকে বঞ্চিত করে দেয় তারপর ও ।
আল হাদিস
১৪। আল্লাহ রাব্বুল আলামীনের ভয়ে আপনি যে জিনিস ত্যাগ করবেন বা ছেড়ে দেবেন , আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই আপনাকে দান করবেন ।
আল হাদিস
১৫।তোমরা তোমাদের কথা প্রকাশ্যে বলো আর গোপনেই বল না কেন , আল্লাহ রাব্বুল আলামীন তোমার অন্তরের সমস্ত বিষয়াদি সম্পর্কে সব সময় অবগত থাকেন ।
আল হাদিস
১৬। যে ব্যক্তি নিজে সতর্কতা হয় না বা সতর্কতা অবলম্বন করে না , তার জন্য যতই দেহ রক্ষী থাক তাকে বাঁচাতে পারবে না ।
হযরত আলী:{ রাঃ}
১৭। পাপ লুকানোর চেষ্টা করে কোন দিন সফল হতে পারবেন না , পাপের কথা স্বীকার করে যদি কেউ সেই পাপ ত্যাগ করার চেষ্টা করে , তাহলে তার জন্য সফলতা খুব সহজেই চলে আসবে ।
হযরত আলী:{ রাঃ}
১৮। বুদ্ধিমানরা যে কোন কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে থাকে , তারপরে সেই বিষয় সম্বন্ধে মন্তব্য করে , এবং নির্বোধ রা প্রথমেই মন্তব্য করে বসে , এবং তারপরে অন্তর দিয়ে অনুভব করে ।
হযরত আলী:{ রাঃ}
১৯। যদি কোন ব্যক্তি আপনার প্রভুর প্রতি আনুগত্য অপছন্দ করে , তাহলে আপনার ও তাকে পছন্দ করার কোন যুক্তি নাই বা থাকবে না ।
২০। আল্লাহ রাব্বুল আলামীন নিশ্চয়ই তাকে নিরবে নিভৃতে ডেকে যাওয়া বান্দাদের কখনোই হতাশ করবেন না।
ডঃ বিলাল ফিলিপ্স

শিক্ষামূলক ইসলামিক উক্তি

১। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে , প্রতিটি বিষয়ে আল্লাহ রব্বুল আলামীনের উপর আস্থা রাখুন , কারণ আপনার জন্য কোন জিনিসটি কল্যাণকর সেটা আল্লাহ রাব্বুল আলামীন ভালো জানেন ।
ডঃ বিলাল ফিলিপ্স
২। মানুষের খারাপ দিকগুলো খোঁজা বন্ধ করুন , মানুষের ভুলগুলো সহজ ভাবে গ্রহণ করার চেষ্টা করুন , ধৈর্যশীল হন , সুন্দর একটি হৃদয়ের জন্য পরিশ্রম করুন এবং ভেতরের ভালো জিনিস গুলো দেখার চেষ্টা করুন
শায়েখ মুফতি ইসমাইল
৩। অন্য মানুষকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না কখনো , কারণ পরিবর্তন সর্বপ্রথম নিজেকে দিয়েই করতে হয়
ডঃ বিলাল ফিলিপ্স
৪। আমাদের জীবনে করা সবচেয়ে বড় ভুল কখনো কখনো আমাদেরকে সবচেয়ে ভালো মানুষ হিসাবে পরিবর্তন করে দেয় ,
শায়েখ মুফতি ইসমাইল
৫। সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ কখনোই কোন ধর্মীয় অধিকার নয় , ইসলাম সবসময় মানুষ হত্যাকে ঘৃনা করে
ডাক্তার জাকির নায়েক
৬। আপনি যদি আপনার জীবনের মূল্য সঠিক ভাবে বুঝতে পারতেন , তাহলে কখনোই আপনি ইচ্ছাকৃত ভাবে পাপকর্ম , অসৎ কাজ, হারাম কাজ এ লিপ্ত হতেন না ।
ডঃ বিলাল ফিলিপ্স
৭। আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি আপনার ভালবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে , দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততটাই কমতে থাকবে ।
ডঃ বিলাল ফিলিপ্স
৮। অপর মানুষের কষ্ট দূর করার জন্য , নিজে কষ্ট করার মাঝে রয়েছে মুহূর্তের প্রকৃত নিদর্শন ।
হযরত আবু বকর { রাঃ}
৯। আপনার করা ভালো কাজগুলি ,অবশেষে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে ।
সূরা আল বাকারা
১০। যদি শয়তানের কাছ থেকে তোমার কাছে কোন মন্দ পরামর্শ আসে , তাহলে অবশ্যই তুমি আল্লাহর কাছে পানাহ প্রার্থনা করো , নিশ্চয়ই তিনি রক্ষাকারী
আল-কোরআন
১১। অন্যদেরকে ক্ষমা করুন , যত তাড়াতাড়ি আপনি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করেন , তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে ক্ষমা করবেন ।
১২। তুমি বুদ্ধিমান এবং সত্যবাদী মানুষ ছাড়া অন্য আর কারো সঙ্গে সঙ্গ দিওনা বা মেলামেশা করো না
হযরত আলী:{ রাঃ}
১৩। নিচু মনের মানুষ জনের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ।
হযরত আলী:{ রাঃ}
১৪। প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে , সবাইকে ক্ষমা করুন এবং আল্লাহ রব্বুল আলামীন কে স্মরণ করে শুদ্ধচিত্তে ঘুম ।
১৫। যখন কোরআন শরীফ পাঠ করা হয় তখন তা মনোযোগ সহকারে শোনো এবং মনোযোগ দাও যাতে তোমাদের ওপর রহমত বর্ষিত হয় ।
আল আরাফ আয়াত ২০৪

সত্য নিয়ে ইসলামিক উক্তি

১। সত্যবাদীরা সুকর্ম এবং ভালো পথ দেখায় , আর সুকর্ম এবং ভালো পথ বেহেশত দেখায় ।
আল হাদিস
২। বুদ্ধিমান এবং সত্যবাদী লোক ছাড়া আর কারো সঙ্গে মেলামেশা করো না ।
হযরত আলী:{ রাঃ}
৩। পৃথিবীতে সব রকম দুঃখের মূল হচ্ছে , এই দুনিয়ার প্রতি আধ্যাত্মিক আকর্ষিত হওয়া অধ্যাত্মিক আকর্ষণ ।
হযরত আলী:{ রাঃ}
৪। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ত্যাগ করবে , আল্লাহ রাব্বুল আলামীন তার চেয়েও ভালো এবং উত্তম কিছু অবশ্যই তোমাকে দান করবেন ।
হযরত মুহাম্মদ { সাঃ}
৫। অসৎ ব্যক্তিগণ অন্য কোন ব্যক্তিকে সৎ মনে করে না , তাই অসৎ ব্যক্তি সকলকেই সে নিজের মত মনে করে ।
হযরত আলী:{ রাঃ}
৬। আপনি বড়দের সম্মান করুন , তাহলে ছোটরা আপনাকে সম্মানিত করবে 
হযরত আলী:{ রাঃ}
৭। যাহা সত্য নয় তা কখনো মুখে নিও না , মানুষ চান তাহলে তোমার সত্য কথাকে অসত্য বলে মনে করবে ।
হযরত আলী:{ রাঃ}
৮। স্বাস্থ্যর চেয়ে বড় সম্পদ , এবং অল্প সন্তুষ্টির চেয়ে বড় সুখ পৃথিবীতে আর কিছু নেই ।
হযরত আলী:{ রাঃ}
৯। তুমি যেটা নিজে করোনা বা তুমি যেটা নিজে করতে পারো না , সেটা অন্য মানুষকে কখনোই উপদেশ দিওনা ।
হযরত আলী:{ রাঃ}
১০। সত্য কথা বা সত্য বাণী মানুষজনের কাছে অপ্রিয় হলেও , সেটা কখনো প্রচার করতে পিছপা হইয়ো না ।
আল হাদিস
১১। যে ব্যক্তিগণ কথা বলায় বাক্যে , কর্মে ও চিন্তায় প্রকৃত সত্য নয় , সেই ব্যক্তি প্রকৃতভাবে সত্যনিষ্ঠ নয় ।
আল হাদিস
১২। যেই ব্যক্তি পৃথিবীতে মানুষের উপর জুলুম এবং অত্যাচার করবে , কেয়ামতের দিন ওই ব্যক্তি অন্ধ হইয়া যাইবে ।
আল হাদিস
১৩। ধনী হওয়া মানুষের ধনের ওপর নির্ভর করে না , ধনী হওয়া নির্ভর করে মানুষের মনের তৃপ্তির উপর ।
আল হাদিস
১৪। একবার আপনি ভয়কে প্রত্যাখ্যান করলে , এবং আপনি সত্যকে গ্রহণ এবং প্রতিফলিত করার জন্য সর্বদা চেষ্টা করবেন ।
১৫। অযাচিত দান করাই হচ্ছে দান , আমরা অনেক সময় চক্ষু লজ্জায় দান করে থাকি কিন্তু সেটা দান নয় ,
হযরত আলী:{ রাঃ}

লেখকের মতামত

আজকে আমরা উপরের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে জানতে পারলাম ৫০ টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তি , শিক্ষামূলক ইসলামিক উক্তি , সত্য নিয়ে ইসলামিক উক্তি , ইত্যাদি বিষয়গুলো সম্বন্ধে , আশা করছি উপরের আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়লে , 
৫০ টি সেরা ইসলামিক মোটিভেশনাল উক্তিখুব সহজেই জানতে পারবেন , এবং ইসলাম সম্বন্ধে আপনার অনেক ধারণা বৃদ্ধি পাবে , সুতরাং আপনি যদি উপরের পোস্টটি না পড়ে থাকেন , তাহলে এখনই মনোযোগ সহকারে পড়ুন , এইরকম আরো তথ্যবহুল পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url