টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার - আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার

প্রিয় পাঠক আজ আপনাদের জানাবো টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার , আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার সম্পর্কে বিস্তারিত। আপনি কি উক্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন , তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা আজ আমরা টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার , আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার এ বিষয়ে আলোচনা করব। তাই আজকের পোস্টটি গুরুত্ব সহকারে করার মাধ্যমে আপনি জানতে পারবেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার - আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার সম্পর্কে বিস্তারিত।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার
ক্রিকেট বাঙালিদের অত্যন্ত আবেগের একটি স্থান। ক্রিকেট নিয়ে বাঙালিদের অনেক উন্মাদনা , ভালোবাসা , মান অভিমান রয়েছে। ১০০ বছরেরও বেশি সময় আগে শুরু হওয়া ক্রিকেটে রয়েছে অনেক রকমের ইতিহাস এর সমৃদ্ধ। তাই আজ আমরা আপনাদের জানাবো টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার - আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার দের সম্পর্কে।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার ভূমিকা

এশিয়ার বর্তমানে পুরো বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা হচ্ছে ক্রিকেট। বিশেষ করে আমাদের বাঙ্গালীদের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেটের জানা-অজানা বিভিন্ন রেকর্ড নিয়ে জানার আগ্রহ কার না থাকে। তাই আপনাদের জন্য আজকে আমাদের আয়োজন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার , আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার , টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই আজকের পোস্টটি গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত পড়ুন ।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার? , এই কথাটি ভাবলে সর্বপ্রথম যার কথাটি মনে আসে , তিনি হচ্ছেন ক্রিকেটের গড খ্যাত , মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। টেস্ট ক্রিকেটে ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার। 
তিনি দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে সর্বমোট ২০০ টি টেস্ট ম্যাচ খেলেছেন। ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ২০০টি টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এবং টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৫১টি সেঞ্চুরির রেকর্ড ও এই ক্রিকেটারের।
  • মোট ম্যাচ - ২০০ টি
  • মোট ইনিংস - ৩২৯
  • সর্বমোট রান - ১৫, ৯২১
  • অ্যাভারেজ ম্যাচ প্রতি গড় - ৫৩.৭৮
  • সর্বোচ্চ ব্যক্তিগত রান -২৪৮
  • সেঞ্চুরি - ৫১ টি
  • হাফ সেঞ্চুরি - ৬৮ টি

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার

বর্তমানে টি১০ এবং টি২০ খেলার যুগে , টেস্ট ক্রিকেটকে আমরা অনেকেই ভুলতে বসেছি প্রায়। কিন্তু ক্রিকেট খেলা শুরু হয় এই টেস্ট খেলার মাধ্যমে। ক্রিকেটের টেস্ট ম্যাচে রয়েছে অনেক সমৃদ্ধি এবং ইতিহাসে ভরপুর। 
প্রত্যেকটা প্লেয়ার এর কাছে নিজের দেশের এবং জন্মভূমির হয়ে টেস্ট ক্রিকেট খেলা সবচেয়ে বেশি গর্বের এবং সম্মানের। আজ আমরা আপনাদের জানাবো। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার সম্পর্কে বিস্তারিত। এছাড়াও সর্বমোট ম্যাচ , ইনিংস , ম্যাচ প্রতি গড় , সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি সম্পর্কে বিস্তারিত।

১০। এলান বর্ডার।

অ্যালান বর্ডার অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত ক্রিকেটার। টেস্ট ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ডের মালিক তিনি। বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ জন প্লেয়ারদের মধ্যে। .১০ম স্থানে রয়েছেন তিনি।
  • মোট ম্যাচ - ১৫৬টি
  • ইনিংস - ২৬৫
  • সর্ব মোট রান - ১১, ১৭৪
  • ম্যাচ প্রতি গড় - ৫০.৫৬
  • সেঞ্চুরি - ২৭টি
  • হাফ সেঞ্চুরি - ৬৩টি

০৯। মাহেলা জয়াবর্ধনে।

মাহেলা জয়াবর্ধনে শ্রীলংকার একজন বিখ্যাত তারকা ক্রিকেটার। তার ব্যাটিং দেখে চোখ জুড়ত হাজারো ক্রিকেট ভক্ত। টেস্ট ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ডের মালিক তিনি। বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ জন প্লেয়ারদের মধ্যে ৯ম স্থানে রয়েছেন তিনি।
  • মোট ম্যাচ - ১৪৯টি
  • ইনিংস - ২৫২
  • সর্ব মোট রান - ১১, ৮১৪
  • ম্যাচ প্রতি গড় - ৪৯.৮৪
  • সেঞ্চুরি - ৩৪টি
  • হাফ সেঞ্চুরি - ৫০টি

০৮। শিবনারায়ণ চন্দ্রপল।

সিবনারায়ণ চন্দ্রপল ওয়েস্ট ইন্ডিজের একজন বিখ্যাত ক্রিকেটার। টেস্ট ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ডের মালিক তিনি। বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ জন প্লেয়ারদের মধ্যে। ৮ম স্থানে রয়েছেন তিনি।
  • মোট ম্যাচ - ১৬৪টি
  • ইনিংস - ২৮০
  • সর্ব মোট রান - ১১, ৮৬৭
  • ম্যাচ প্রতি গড় - ৫১. ৩৭
  • সেঞ্চুরি - ৩০টি
  • হাফ সেঞ্চুরি - ৬৬টি

০৭। ব্রায়ান লারা।

ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের একজন বিখ্যাত তারকা ক্রিকেটার। তাকে ক্রিকেটের বড় পুত্র বলা হয়। টেস্ট ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ডের মালিক তিনি। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান এর রেকর্ড [৪০০] তার দখলে। বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ জন প্লেয়ারদের মধ্যে। ৭ম স্থানে রয়েছেন তিনি।
  • মোট ম্যাচ - ১৩১টি
  • ইনিংস - ২৩২
  • সর্ব মোট রান - ১১, ৯৫৩
  • ম্যাচ প্রতি গড় - ৫২.৮৮
  • সেঞ্চুরি - ৩৪টি
  • হাফ সেঞ্চুরি - ৪৮টি

০৬। কুমার সাঙ্গাকারা।

কুমার সাঙ্গাকারা শ্রীলংকার একজন বিখ্যাত তারকা ক্রিকেটার। ক্লাসিক্যাল ব্যাটিং শৈলীতে তার জুড়ি মেলা ভার। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভদ্র প্লেয়ার হিসেবে পরিচিত কুমার সাঙ্গাকারা। টেস্ট ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ডের মালিক তিনি। বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ জন প্লেয়ারদের মধ্যে। ৬ তম স্থানে রয়েছেন তিনি।
  • মোট ম্যাচ - ১৩৪টি
  • ইনিংস - ২৩৩
  • সর্ব মোট রান - ১২, ৪০০
  • ম্যাচ প্রতি গড় - ৫৭.৪০
  • সেঞ্চুরি - ৩৮টি
  • হাফ সেঞ্চুরি - ৫২টি

০৫। এলিস্টার কুক।

এলিসটার কুক ইংল্যান্ডের একজন বিখ্যাত ক্রিকেটার। ইংল্যান্ডের হয়ে আধুনিক ক্রিকেট জগতে অনেক ইতিহাসের সৃষ্টি করেছেন এলিস্টার কুক। টেস্ট ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ডের মালিক তিনি। বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ জন প্লেয়ারদের মধ্যে। ৫ম স্থানে রয়েছেন তিনি।
  • মোট ম্যাচ - ১৬১টি
  • ইনিংস - ২৯১
  • সর্ব মোট রান - ১২, ৪৭২
  • ম্যাচ প্রতি গড় - ৪৫.৩৫
  • সেঞ্চুরি - ৩৩টি
  • হাফ সেঞ্চুরি - ৫৭টি

০৪। রাহুল দ্রাবিড়।

রাহুল দ্রাবের ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার। ক্রিকেটের দা গ্রেট ওয়াল হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড়।টেস্ট ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ডের মালিক তিনি। বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ জন প্লেয়ারদের মধ্যে। ৪ তম স্থানে রয়েছেন তিনি।
  • মোট ম্যাচ - ১৬৪টি
  • ইনিংস - ২৮৬
  • সর্ব মোট রান - ১৩, ২৮৮
  • ম্যাচ প্রতি গড় - ৫২.৩১
  • সেঞ্চুরি - ৩৬টি
  • হাফ সেঞ্চুরি - ৬৩টি

০৩। জ্যাক ক্যালিস।

জ্যাক ক্যালিস সাউথ আফ্রিকার একজন বিখ্যাত ক্রিকেটার। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার হিসাবে পরিচিত। টেস্ট ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ডের মালিক তিনি। বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ জন প্লেয়ারদের মধ্যে। ৩ তম স্থানে রয়েছেন তিনি।
  • মোট ম্যাচ - ১৬৬টি
  • ইনিংস - ২৮০
  • সর্ব মোট রান - ১৩, ২৮৯
  • ম্যাচ প্রতি গড় - ৫৫.৩৭
  • সেঞ্চুরি - ৪৫টি
  • হাফ সেঞ্চুরি - ৫৮টি

০২। রিকি পন্টিং।

রিকি পন্টিং অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ক্যাপ্টেন হিসেবে পরিচিত রিকি পন্টিং। টেস্ট ক্রিকেট ইতিহাসে অনেক রেকর্ডের মালিক তিনি। বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ জন প্লেয়ারদের মধ্যে। ২তম স্থানে রয়েছেন তিনি।
  • মোট ম্যাচ - ১৬৮টি
  • ইনিংস - ২৮৭
  • সর্ব মোট রান - ১৩, ৩৭৮
  • ম্যাচ প্রতি গড় - ৫১.৮৫
  • সেঞ্চুরি - ৪১টি
  • হাফ সেঞ্চুরি - ৬২টি

০১। শচীন টেন্ডুলকার।

শচীন টেন্ডুলকার ভারতের একজন বিখ্যাত তারকা ক্রিকেটার। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার ধরা হয় শচীন টেন্ডুলকারকে। শুধু টেস্ট নয় , ক্রিকেট ইতিহাসের বেশিরভাগ রেকর্ডের মালিক তিনি। টেস্ট ক্রিকেটে ইতিহাসেসর্বোচ্চ রান করা ১০ জন প্লেয়ারদের মধ্যে। ১ম স্থানে রয়েছেন তিনি।
  • মোট ম্যাচ - ২০০টি
  • ইনিংস - ৩২৯
  • সর্ব মোট রান - ১৫, ৯২১
  • ম্যাচ প্রতি গড় - ৫৩.৭৮
  • সেঞ্চুরি - ৫১টি
  • হাফ সেঞ্চুরি - ৬৮টি

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের তিন ফরমেট , টেস্ট , ওয়ানডে , টি টোয়েন্টি সব মিলে সর্বোচ্চ রান করার ১০ প্লেয়ার সম্পর্কে আজ আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। তাই আজকের পোস্টটি গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করুন। তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরমেট এ সর্বোচ্চ রান , মোট ম্যাচ , সর্বোচ্চ ব্যক্তিগত রান , সর্বমোট সেঞ্চুরি সম্পর্কে।

এবি ডি ভিলিয়ার্স 

  • এবি ডি ভিলিয়ার্স সাউথ আফ্রিকান তারকা ক্রিকেটার।
  • ম্যাচ # ৪২০
  • সর্বমোট রান # ২০০১৪
  • সর্বোচ্চ রান # ২৭৮
  • সেঞ্চুরি # ৪৭

রাহুল দ্রাবিড় 

  • রাহুল দ্রাবিড় ভারতীয় তারকা ক্রিকেটার।
  • ম্যাচ # ৫০৯
  • সর্বমোট রান # ২৪২০৮
  • সর্বোচ্চ রান # ২৭০
  • সেঞ্চুরি # ৪৮

ব্রায়ান লারা 

  • ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ এর তারকা ক্রিকেটার।
  • ম্যাচ # ৪৩০
  • সর্বমোট রান # ২২৩৫৮
  • সর্বোচ্চ রান # ৪০০
  • সেঞ্চুরি # ৫৩

মাহেলা জয়াবর্ধনে  

  • মাহেলা জয়াবর্ধনে শ্রীলংকান তারকা ক্রিকেটার।
  • ম্যাচ # ৬৫২
  • সর্বমোট রান # ২৫৯৫৭
  • সর্বোচ্চ রান # ৩৭৪
  • সেঞ্চুরি # ৫৪

হাসিম আমলা 

  • হাসিম আমলা সাউথ আফ্রিকান তারকা ক্রিকেটার।
  • ম্যাচ # ৩৪৯
  • সর্বমোট রান # ১৮৬৭২
  • সর্বোচ্চ রান # ৩১১
  • সেঞ্চুরি # ৫৫

জ্যাক ক্যালিস  

  • জ্যাক ক্যালিস সাউথ আফ্রিকান তারকা ক্রিকেটার।
  • ম্যাচ # ৫১৯
  • সর্বমোট রান # ২৫৫৩৪
  • সর্বোচ্চ রান # ২২৪
  • সেঞ্চুরি # ৬২

কুমার সাঙ্গাকারা  

  • কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার।
  • ম্যাচ # ৫৯৪
  • সর্বমোট রান # ২৮০১৬
  • সর্বোচ্চ রান # ৩১৯
  • সেঞ্চুরি # ৬৩

রিকি পন্টিং  

  • রিকি পন্টিং অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার।
  • ম্যাচ # ৫৬০
  • সর্বমোট রান # ২৭৪৮৩
  • সর্বোচ্চ রান # ২৫৭
  • সেঞ্চুরি # ৭১

বিরাট কোহলি 

  • বিরাট কোহলি ভারতীয় তারকা ক্রিকেটার।
  • ম্যাচ # ৫০১
  • সর্বমোট রান # ২৫৫৮২
  • সর্বোচ্চ রান # ২৫৪
  • সেঞ্চুরি # ৭৬

শচীন টেন্ডুলকার 

  • শচীন টেন্ডুলকার ভারতীয় তারকা ক্রিকেটার।
  • ম্যাচ # ৬৬৪
  • সর্বমোট রান # ৩৪৩৫৭
  • সর্বোচ্চ রান # ২৪৮
  • সেঞ্চুরি # ১০০

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার শেষ কথা

পরিশেষে বলতে গেলে প্রিয় পাঠক আজ আমরা উপরে আর্টিকেলটি পড়ে বিস্তারিত জানতে পারলাম টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার , আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার , টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ১০ প্লেয়ার , সম্পর্কে বিস্তারিত। আশা করছি উপরের আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে উক্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ইতিমধ্যেই জেনে গেছেন। 
আরও পড়ুনঃ 
ক্রিকেট সম্পর্কিত আরো কোন তথ্য থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাব। এইরকম তথ্যবহুল পোস্ট পেতে আমাদেরকে googleনিউজ এ ফলো দিয়ে রাখুন। এবং সমসাময়িক সকল ধরনের নিউজ এবং ইনফরমেশন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url